তোমার কঠোর আলিংগনে
অভিষিক্ত করতে চেয়েছো
প্রচণ্ড জ্বরে অচেতন করে;
শৈশবে ‘নাদিয়া প্রদর্শনী’কে
উজ্জ্বল করেছিলাম বলে।
তুমি আলিংগন করতে চেয়েছো
অবুঝ মন ভয়ার্ত করে;
অনেক দূরপথ হেঁটে
হস্তিদর্শনে গিয়েছিলাম বলে।
তুমি আলিংগন করতে চেয়েছো
পাণ্ডুরোগে পাটখড়িটির মতো করে;
এস এস সি পরীক্ষা দেবো বলে।
তুমি আলিংগন করতে চেয়েছো
বন্ধুকে শত্রু বানিয়ে;
অনার্স ক্লাসে সম্মিলিত শিক্ষা সফরের
প্রস্তাব করেছিলাম বলে।
তুমি আলিংগন করতে চেয়েছো
গভীর রাতে, কর্ণফুলীর গভীর জলে;
বাংলাদেশ ব্যাংকে
চাকরির পরীক্ষা দেবো বলে।
তুমি আলিংগন করতে চেয়েছো
পিস্তল উঁচিয়ে;
পরীক্ষার হলে
নকল রুখতে চেয়েছিলাম বলে।
জানি- একদিন না একদিন
তোমার নিঠুর আলিংগনে
অভিষিক্ত হতেই যে হবে আমার!
তাই বলে কি তব
ঔদ্ধত্য আলিংগনের মুখোমুখি
হতে হবে বার বার?