তোমরা যারা অট্টালিকায়
করছো সদা সুখের বাস,
হাভাতেদের দুঃখের কথা
যায় কি কভু তব পাশ?
নিত্য-নূতন দিবস করে
তোমরা গড়ো হাল-ফ্যাশন,
কেউবা আবার লজ্জা ধুয়ে
ভাঙ্গো পরিবারের অনুশাসন।
কারো যোগাযোগ উপর-তলায়
শুধু আচার কিংবা অনুষ্ঠানে,
চোখ তাদের যায় না কভু
স্বজন কিংবা দরিদ্র পানে।
কখনও চোখ পড়ে যদিও
হাঁকডাক হয় তোড়-জোড়ে,
ভাবখানা তাদের এমনি যে,
‘আমরাই সেবি অভাগারে’।
কেউবা আবার ধর্মে-কর্মে
দেয় যদিও মনোযোগ,
হক্বদারের হক্ব না দিতে
করে ছল-চাতুরী, অনুযোগ।
এই করে হয় যদি ন্যায়-নীতি
আর বিবেকবোধের আত্মহনন,
দেখবো কবে সুখী সমাজ
ধনী-দরিদ্রের মধুর মিলন?
(২৫/০২/২০২২)
Consciousness
You who are in your mansions
live happily ever
Tragic stories of the deprived
do reach you ever?
You invent a new day, everyday
for the sake of celebration,
Yet never are ashamed
of breaking family tradition.
You’ve connections with the heads of society
only for ceremonies and etiquette,
But do ever you pay heed to
relatives and less-fortunate?
If even your eyes glance at them
shameless boasting release indeed
Solely thinking of,
“All we do to serve those in need!”
And again, in religion and rituals
though you give your attention
Never give the rightful inheritor rights
by lame excuse and deception.
If this would be the justice
by immolating values at the core,
When will be the happy society,
sweet union between rich and poor?
(25/02/2022 AD)