(সতীর্থদেরে)

একদা স্মরিবে কিঞ্চিৎ আমায়,
ছিলাম আমিও তোমাদের আড্ডায়।
কণ্ঠটা ছিল অস্ফুট-নরম,
চায়ের টেবিলটা হয়নি তাই গরম।
আগ বাড়িয়ে বলতে কথা বেশ,
ছিল না কখনও যে অভ্যেস।
তবে রেখেছি তব অন্তরে ধরে,
স্তুতিবাক্য ছিলনা যদিও অধরে।  
ফটোবাজিতে ছিলাম না অভ্যস্ত,
প্রচারেও ছিলাম না সিদ্ধহস্ত।
তাই বলে হারিয়ে চাই না যেতে,
তোমাদের কিঞ্চিৎ স্মরণ হতে।

অন্তরাত্মায় এমন অমলিন বন্ধন,
অমর হোক - আজিকে আকিঞ্চন!

সৈয়দ ইকবাল
(২৪/০২/২০২৫ খ্রি ; ভোর রাত ০৩:৪০ মিঃ)

A Slight Remembrance
(To my companions)

Once, you’ll recall me for a while,
I too was part of your friendly smile.
My voice was soft, a gentle tone,
So the tea-table remained cold, all alone.
I never spoke, always shy,
Not used to words that reach the sky.
Yet in my heart, you still reside,
Though no praise was ever replied.
Not fond of pictures or the show,
In fame’s bright light, I did not glow.
But I don’t wish to fade away,
A small remembrance I hope to stay.

In hearts, a bond so pure and bright,
May it live on, forever light!

(24/02/2025; 3:40 AM)