একদা স্বপ্নে এক (দেখেছিনু তোমায় একটিবারের তরে)
পাশাপাশি দাঁড়ালাম আমরা, অবারিত এক মাঠের ’পরে;
দ্রুত-ডানার পায়রা দু’টো উড়লো তখন মাথার ওপরে,
খেললো স্বচ্ছন্দে আর মিললো পূর্ণদৃষ্টি এদের পূর্বরাগে,
সুখারম্ভর বিদীর্ণ হলো হঠাৎ, বাড়ন্ত এক তমসার দাগে।
ছোঁ মারা লোভার্তু বাজপাখি এক হলো আবির্ভূত,
প্রতিরোধে দুর্বল অথচ উড়তে অনুরাগী এরা হলো বশীভূত;
ভাবী জীবন, ভালবাসা আর সুখ হলো তাই অতীত,
ঝাপটানো পালক এদের হলো ধীরে ধীরে মাটিতে পতিত।
তুষারশুভ্র পালক এঁকে দিলো ফুটফুটে দাগ টপটপ রুধিরে,
আমি কেঁদে উঠলাম, আর ভাবলাম, কাঁদবো তোমার পানে ফিরেঃ
অথচ তুমি গেলে চলে; ঝোপের শীর্ষও যখন মর্মর-ধ্বনি তোলে।
আমায় ত্যক্ত করে তোলে তখন ভেসে আসা নিনাদ,
দূরের মেষশাবক আর মেষেদের করুণ আর্তনাদ!

মূলঃ ক্রিস্টিনা জর্জিনা রসেটি  (১৮৩০-১৮৯৪), [ইংরেজ কবি]
ভাষান্তরঃ সৈয়দ ইকবাল

A Dream

Once in a dream (for once I dreamed of you)
We stood together in an open field;
Above our heads two swift—winged pigeons wheeled,
Sporting at ease and courting full in view.
When loftier still a broadening darkness flew,
Down—swooping, and a ravenous hawk revealed;
Too weak to fight, too fond to fly, they yield;
So farewell life and love and pleasures new.
Then as their plumes fell fluttering to the ground,
Their snow—white plumage flecked with crimson drops,
I wept, and thought I turned towards you to weep:
But you were gone; while rustling hedgerow tops
Bent in a wind which bore to me a sound
Of far—off piteous bleat of lambs and sheep.