১। বুবু তোমার চিঠির জবাব কেমন করে দেব,
আমার মনে আশা ছিল তোমার বাড়ি যাব ।
২। সাক্ষাৎ কালে তোমার কাছে বলবো সকল কথা ,
জুড়িয়ে যাবে তোমার আমার সবার মনের ব্যথা ।
৩। আব্বা আছে আম্মা আছে সবাই পরশ পরে ,
আমার সালাম দিও তুমি সবার ঘরে ঘরে,
আর বুঝি হবেনা দেখা এ জীবনের মতো
ডাক্তার বৈদ্য শত শত ঔষধ খেলাম কত ,
৪। একটু খানি গোপন কথা আসে দয়াল খোদা,
তোমার জন্য আসে যেন ভাল শাহাজাদা,
ছোট বড় সবাই মিলে জেন মাঙ্গে যেন পানা,
সেই দোয়াতে আমি যেন পাই বেহেস্ত খানা ।