তোরা কে কে যাবি আয়রে আয়
মুজিব কন্যা শেখ হাসিনার নায়,
পদ্মা মেঘনা মধুমতি আওয়ামীলীগ
ছারা নাইরে গতি দলে ছুটে আয়।
১।কি বলব তাহার পরিচয় কথা মিথ্যা নয়,
জল স্থলে কত জাইগা দখল করে লয়,
ভারত বাংলা গেছে মিশে আরকি আসে ভুতের ভয়,
মুজিব কন্যা শেখ হাসিনার নায়,-২
২।শেখ হাসিনার এইতো অভিপ্রয় মনেতে আসায়,
পিতার সত্য পালন করতে এসেছি বাংলায় ,
এমন সারত ত্যাগি অনুরাগি কে আসেরে এ বাংলাই।
৩।সৈয়দ তাই করেসে বিনয় কথা না বললেতো নয়,
হাসিনাকে মারতে চায় সেই দুষ্ট হিংস্ররাই,
গ্র্যানেট হামলা করে মামলা আদালতে বিচার হয় ।
মুজিব কন্যা শেখ হাসিনার নায়,-২