দুষিত মাটি,বেঁচে থাকার আশ্রয়
মানুষের ।
আলো,সোনালী সুর্যোদয় এমনকি জ্যোতস্না স্নাত রাত
হারিয়ে যাচ্ছে
তলিয়ে গেছে মাটি ,নীচ থেকে
পায়ের।
ওয়াক থু বলে দাঁড়িয়ে দূরে
ভাবছি ,আমরা'ত ভালো আছি।
যন্ত্রনা খাবলে খাচ্ছে স্বদেশের পতাকা
মানচিত্র কালো পতাকায়
আচ্ছাদিত।
সবুজরা মগ্ন গৃহবিবাদে
বিজ্ঞেরা হাতিয়ে নিচ্ছে সবই
প্রতারক লুটেরার দাপট সর্বত্র।
আইন প্রণয়নকারীরা
গম চালের ভাগ বটোরায় ব্যস্ত
আইনের রক্ষকরা দেহরক্ষী শোষকের।
চাপাতি শান দিচ্ছে কিছু হন্তারক
ক্রমশ নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ
নিষিদ্ধ পল্লীর মত।