রক্ত বহিত উপত্যকা ,উত্পাত শকুনের
শ্বেত পদ্মের সৌরভ ছড়ায়।
আমার আমিতে  আমি
আমার মত করে। তুমি কে শিখি নি ?
সুখ স্বপ্ন জানি ,বিশ্বাস অন্তরে
বিনাশ সর্বত্র
নাভিশ্বাস উঠে
কষ্ট ,আমি ও আমাদের।
মরা মানুষ পূজিত যেখানে
জীবিত
খড়কুটো না হয় বলদ।
প্রাণের দোহাই বলি
সৌরভ এখনও সুরভিত করে
আসবেই
আসন্ন সময়ে পরিবর্তন।