সিরাজের বাংলা খেক শিয়ালের দখলে
ভাগ কর শাসন কর ' নীতির মারপ্যাঁচ
খাবলে খায় মানচিত্র আমার।
অন্ধকার রাতে তিতুমীর রক্ত ঝরায়
ফাঁসির কাস্টে ঝুলে ক্ষুদিরাম।
শাসক গোখরা সাপ
ফণা তুলে ,করে আঘাত।
বিষাক্ত ছোবলে বিদীর্ণ মাটি।
রক্তের প্লাবন বয় , গোখরা নয়
আমাদের।
একটি পতাকা পেয়ে যাই ,নতুন মানচিত্র
শাসক এবারও গলা টিপে ধরে ,
রুদ্ধ বাক ও ভাষা।
গনতন্ত্র বলে চিত্কার ,অধিকার আদায়ের আর্তনাদ
রাত আবারও।
রক্ত দিয়ে পতাকা বদল
ক্ষমতা এবারও গোখরাদের
এবার বাক ও ভাষাই রুদ্ধ নয়,
রুদ্ধ গনতন্ত্র ,রুদ্ধ ইতিহাস , রুদ্ধ বেঁচে থাকা।
চেতনা ,কেড়ে কুটে খায় মানচিত্র।
বিদঘুটে অন্ধকার ---অমানিসার
বলি ,আর কত রক্ত চাই
একটি রাতের অবসানে ----