বংশ পরস্পরায় কাঁদছ , তুমি মুসলিম
বুকে পিঠে দিচ্ছ শিকলের আঁচর
কি লাভ তাতে বল ?
কারবালার মাতম দেখনি সত্যি
বালাকোট তুমি পাওনি
পেয়েছ প্যালেস্টাইন , আরব , ইরাক
মিশর , আফগান
বঙ্গীয় ভুমি ।
চোখের পানিতে সিক্ত হওয়া নয়
উর্বশী হও রক্তে
কারবালার শিক্ষা নিতে হবে দীক্ষা
প্রতিরোধে , অন্যায় রুখতে ।
মর্সিয়া , সবর ,তাবিজ কবজ
এত মুসলিমের নয়
খানকায় বসে জপ তসবি
তেল পড়া আর পানি পড়াতে
ওরে অন্ধ , করছ
নষ্ট সময় ।
মুসলিম সে-ত রুখিবে অনাচার
হাসান,হোসেন খালিদের মত
সৃষ্টির মধ্যে খুঁজিবে খোদা
আকাশ,আরশ জমিন যতেক
অজানা অচেনা শতেক রহস্য ।
খোদায়ী কিতাব পড়ছ ভালো ,
একটু বুঝে পড়
নামাজ,রোজা,হজ্ব,যাকাত
প্রয়োজন কেন ? ভাব ।
জমিনে আল্লাহ্‌র
বান্দা তুমি,
কর বন্দনা আল্লাহ্‌র ।
জালিমের চোখ যত না লাল
জান মুসলিম,দোযখের আগুন
তার চেয়েও লাল ।
অত্যাচারী শক্ত
বলে , ভীত তুমি, সংখিত আতঙ্কে
মৃত্যু কে কর ভয় !
কারবালা বলে
মৃত্যু সে -তো , নয় চলে যাওয়া
যুদ্ধে জীবন ক্ষয়
শহীদি মৃত্যু,দেয় অমরত্ব
জীবনের আরেক জয়।