ঝড়
১২ই নভেম্বর ১৯৭০
ভয়াল ঘূর্ণিবর্তে লন্ডভন্ড
স্বপ্নীল স্বদেশ আমার।
লক্ষ মানুষ নিমিষে হারিয়ে যাওয়া ,
এমনটি আগেও হয়েছে
পরেও
সাইক্লোন ,টাইফুন ,সিডর
কত না নামে।
তবে
সত্তর ,এখনও হৃদয়ে দাগ কাটে
এটি পাল্টে দেয়
আমার বিশ্বাস , চেতনা ও পথ চলা।
শুধু এই টুকু নয়
পাল্টায় স্বদেশ সীমানা
এমনকি পতাকা।
জাতির মানচিত্র বিশুদ্ধ হয়
খসে পড়ে তারকা
সূর্যের উত্তাপে।