হে দারিদ্র তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়েছ খ্রিষ্টের সম্মান ।
এই দারিদ্রতাই কবিকে কবি করেছিল,কবির কষ্ট ও যন্ত্রণার বিদ্রোহ আগুনের উত্তপ্ততায়
কবিতার অনল বাঁশি শুনে
স্বদেশ মুক্তির দীক্ষায় উদ্বুদ্ধ হয় জাতি ।
কবিতার জন্য চাই ধাক্কা ।নজরুলের জীবনে দারিদ্রতাই ছিল সবচেয়ে বড় আঘাত । এই আঘাতের ধাক্কাতেই নজরুল হয়ে উঠেন বিদ্রোহী ।
আঘাত রবীন্দ্র জীবনেও বিদ্যমান । সীমাহীন একাকীত্ব কবি কে কবি করে তুলে ।
শুধু রবীন্দ্র নজরুল নয় পৃথিবীর সকল কবিরা একটা না একটা আঘাতের স্বীকার । এই আঘাতের প্রতিউত্তর জন্ম দেয় যুগ শ্রেষ্ঠ কবিতার ।
দারিদ্রতা কিংবা একাকীত্বই আঘাত নয় । এটি হতে পারে প্রেম,বিরহ, স্বদেশ থেকে নির্বাসন ,অবহেলা অবিচার কিংবা রাষ্ট্রীয় নিপীড়ন ।
মাইকেলের কবিতায় আমরা দেখি নির্বাসিত কবির যন্ত্রণা কবির স্বদেশ চিন্তা ।
কবিতা লিখলেই কবি হওয়া যায় না।কবিতার জন্য চাই প্রচণ্ড ধাক্কা।
আর এই ধাক্কার স্ফুরণ যে কবিতায় সেটিই হয়ে উঠে কালতীর্ণ কবিতা ।