বোঝানো যায়,তবে সাজানো যায় না,
              বলা যায়, করা যায় না।
মনে হলে বলা যায়,
              কিন্তু সে স্বপ্নের গল্প বাস্তবে,
সাজানো গল্প কে আকারে,
প্রকাশ করা হলেও,
                  তা সাজানো গল্প হয়না।
গল্প লিখলে সল্প হয়,
                   অল্প হলেও গল্প হয়।
গল্প লিখে স্বল্পতাকে,
                কষ্টে দূর করতে হয়।
তাইতো আমার অল্প নিয়ে
                বিরাট এক গল্প হয়।



------------------------
রচনাকালঃ ৮ জানুয়ারি,২০২০
উপশহর,রাজশাহী ।







All credit goes to Mohimanuzzaman Swochho.
All rights are reserved© by Mohimanuzzaman Swochho.....