নিলাভ আকাশ,সবুজ দেশ
সবকিছু মিলেই,আমাদের এই বাংলাদেশ।
জন মানুষের এই কোলাহলের দেশে
মানুষ মানুষকে ভালবেশে,
রেখে গেছে স্মৃতি অবশেষে।
স্মৃতি রয়ে যায়,সবাই চলে যায়
তাইতো সকলে বলে যায়,
অর্থহীন এ পৃথিবীতে,
কারো নিস্তার নেই।
পৃথিবীর জীবন,ছোট জীবন
সংগ্রামের মাঝে,
পার করতে হবে
সকল মরণ,
তাহলেই এই পৃথিবীর জীবনই
হবে সার্থক জীবন।
----------------------------------
রচনাকাল:১২জানুয়ারি ২০২০
উপশহর,রাজশাহী।