মুমিন যদি হই মোরা,
জান্নাত পাবে তারা।
অবিশ্বাসীরা বলে,
"পরকাল বলে কিছু আছে নাকি?
মরে গেলে সবই শেষ হয় বৈকি!
খাও দাও ফুর্তি করো
দুনিয়াটা মস্ত বড়
আগামীকাল বাঁচবে কিনা
কেউ কি বলতে পারো ?"
আর বিশ্বাসীরা বলে,
"খাও দাও চিন্তা করো
বেশি বেশি আমল করো
পরকালের সদাই ভরো ।
পরকালে কি হবে সত্যি করে,
কেউ কি বলতে পার ।
আল্লাহ তো সবচেয়ে মহান
কেউ কখনো অস্বীকার করো না,
অস্বীকার করলেই,
মুমিনের রাস্তা ছাড়!!!!!!!!!!
-------------------------------------------------------------------------
রচনাকালঃ ২২ মার্চ,২০২০
উপশহর,রাজশাহী