ফসিল
---------
মাটি খুঁড়ে হঠাৎ পেয়ে গেলাম
হাজার বছরের পুরনো ফসিল--'তোমাকে'!!
রক্তমাংসের পুরুষালি দেহটি
আজ হ্নৎপিন্ডহীন এক কঙ্কাল।

তুমি তো মৃত বহু যুগ আগে
মনে পরে----
ভালোবাসাকে কফিনবন্দী করে
কবর দিয়েছিলাম আমি!
হ্যাঁ, হ্যাঁ আমি।

আমার হাতদুটোই তো হত্যাকারী
অপরাধ বয়ে নিয়ে বেরাচ্ছে
যুগ যুগ ধরে, তবু ক্ষয় হয়নি,
জীবিত---যুগান্তকারী ঘটনার সাক্ষী স্বরূপ।

কেন তবে আজ মেঘ ফেটে বৃষ্টি নেমেছে?
মানছে না কোনো বাঁধা,
গাল বেয়ে হ্নদয় স্পর্শ করে
মহাসমুদ্র সৃষ্টি হয়েছে পাদদেশে।

তবে কি এতকাল পর
এই হ্নদয়হীন কঙ্কালে
হ্নদস্পন্দন অনুভব করতে চেয়েছি?!

ভুলেই গিয়েছি
তুমি যে মৃত বহু যুগ আগে
আমারি হাতে----

স্বরূপা দত্ত