চোখ
-------
ভিন্ন দৃষ্টির কিছু চোখ
দিনরাত অনুসরণ করে আমায়

কৌতুহলী চোখ
স্ক্যান করে আমার চুল থেকে পায়ের নখ।

মায়াবী চোখ
পেতে রাখে সম্মোহনের মায়াজাল।

লোভী চোখ
আমার অন্তর্বাস ভেদ করে লজ্জা স্পর্শ করে।

সেইসব চোখে চোখ রাখি আমি
তীব্র শাণিত দৃষ্টি নিক্ষেপ করে
তাদের করে দেই প্রায়ান্ধ,
ঠেলে দেই অন্ধকূপে।