কেমন অসুখের রোগে আক্রান্ত এ মহানগরী।
অনিশ্চয়তা গ্ৰাস করেছে এদের।
কোথায় গেল তাদের প্রাণবন্ত হাঁসি?
কেউ বঞ্চিত, কেউ বাঞ্ছিত।
সকলে ছুটে চলেছে ভবিষ্যৎ তৈরী করবে বলে।
আমি বলি ভবিষ্যৎ তো তৈরি হয়েই আছে, শুধু আমাদের জানা বাকি,
তবে থেমেই যাক না এই দৌড়।
আজ শুধু নিজের খুশিতে একবার চোখ বুলিয়েই দেখ না।
অনেক হারানো সময় ফিরে পাবে,
হয়ত আলো খুঁজে পাবে এক নতুন দিনের।
আবার অনিশ্চয়তা তাড়া করেছে এদের,
সকলে ধুঁকছে যেন জ্বালায় অপ্রেমের।