তোমাকে অভিবাদন প্রিয়তমা,
এ শহরে নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্য,
একদিন তোমার প্রেমেও ছিলাম উতলা,
হয়ে উঠেছিলাম দুরন্ত এক বন্য।
গাছেরা সারি সারি অভিসারে যায়,
আমাকে ছেড়ে চলে যাও তুমি,
নিদারুণ অন্ধকার নামার অপেক্ষায়,
এতটাই হতভাগ্য আমি।
আমি গরীব, প্রতি মূহুর্ত আপসহীন,
বেঁচে থাকা যেন দায়,
ভালোবাসা আমার মৃতদেহের ঋণ,
যেমন তুমি ঘিরে ছিলে আমায়।
তোমাকে অভিবাদন প্রিয়তমা,
আমার জীবন তছনছ করার জন্য,
পার করেছি সহস্র কষ্টের সীমা,
কাল আমার ছিলে, আজ তুমি অন্য।
পাত্তা দাওনি কখনো আমায়,
ছিল শুধু নীল বিষণ্ণতা,
বন্ধুরা আজও সঙ্গ দেয় সবসময়,
পড়ে থাকে কেবল না বলা কথা।
দ্রুত হেঁটে যাই তোমার অপেক্ষায়,
অপেক্ষারা মৃত হতে চায়,
স্বপ্নের ভিতরে কথারা অসহায়,
কখনো কখনো মিথ্যাও সত্যি হয়ে যায়।।