ভোরের আজান, দূরে শঙ্খের আওয়াজ,
রেডিওতে বাজছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
প্যান্ডেলে প্যান্ডেলে কোটি টাকার সাজ,
দূর থেকে প্রণাম সারছে এক নমশূদ্র।
দিকে দিকে মানুষ বিপন্ন, অসহায়,
তাদের মুখে তুলে দাও একমুঠো অন্ন।
মানবিকতা জাগবে - বেঁচে আছি এই আশায়,
তারা আজ মৃত্যুর কাছে শরণাপন্ন।।
চোখের সামনে ভেসে যাচ্ছে ঘর,
শহর মাতবে রঙিন আনন্দে।
মনে এক অজানা আশঙ্কার ঝড়,
দশমীতে বিরহের সুর বাজবে।।
জেগে ওঠো উমা, জাগো তুমি,
ভিটেহারাকে ফিরিয়ে দাও তার ঘর।
গরাদের ওপারে যাবজ্জীবন আসামি,
বড় চুপচাপ - আজ যে তার ভীষণ জ্বর।।
আমাদের চিরকালীন একটাই জয়,
সবকিছুর ঊর্ধ্বে হাসি যখন অবাধ্য হয়।।