কুপিয়ে নামানো হয়েছে গলা,
এইবারে তোমরা খুশি তো??
থামা নয় - আমাদের কাজ উড়ে চলা,
মরে গিয়েও আমি আসলে জীবিত।।
আমার উপাধিতেই রয়েছে নদী,
আমার প্রথম নাম সুবর্ণা।
পুনর্জন্ম বলে কিছু থাকে যদি,
আমি ফের জন্মাব হয়ে মানবকন্যা।।
তুমি পণ হিসাবে রক্ত ভালোবাসো,
আমি তো হেরে গিয়েছিলাম সেদিনই।
পিছনে ছুরি লুকিয়ে সামনে মিষ্টি হাসো,
আমাকে মেরে তোমরা কি পেলে আমার খুনি?
অনেক হয়েছে - এবার একটু থামতে শেখো,
রক্তের বদলে স্বাধীন কলমকে আগলে রেখো।