মেয়ে জন্মালে এখনো আমরা খুশি হই না বটে,
'মেয়ে হয়েছে?' ক্ষোভ উগড়ে বলি অকপটে।
কি এমন পাপ করেছি যে মেয়ে জন্মাল ঘরে
এক অসহনীয় যন্ত্রণা ওঠে বুকের কার্পেটে।।
একুশ শতক চেঁচিয়ে মরে সমানাধিকার বলে
মেয়েরা বেশি এগিয়ে গেলে গা এখনো জ্বলে
স্থান হবে তার পায়ের তলায়, করবে না মাথা উঁচু
ঠিক যেভাবে গাড়ি পিষে দেয় ফুল দলে দলে।।
ধর্ম মানি না, জাত মানি না, তবু দলিতই বড় পরিচয়,
শিকার করেই দায় ঝেড়ে ফ্যালো কিসের এত ভয়?
গায়ে কাঁটা বিঁধিয়েও বড় হয় গোলাপ অতি সসম্মানে
মুখে বলে যাই বদলাবে সমাজ তবু বদলায় না সময়।।
শত নারী রোজ পুড়ে মরে আঁচে বিচারের দৃপ্ত আগুন জ্বেলে,
বেশ্যা থেকে দুর্গা, ধৈর্য থেকে সহ্য - পোশাকি নাম মেয়েছেলে।।