ধীরে ধীরে এগিয়ে আসছে যে মানুষ,
তাকে আমি শ্রদ্ধা করি না।
সে দেখতে যতই হোক সুপুরুষ,
আমার প্রধান স্তম্ভই হল মা।।
নিজের সন্তানের দায়িত্ব পালন করে না যে,
তাকে আমি মন থেকে ঘেন্না করি।
চাইছি না আর কোনোরকম সম্পর্ক রাখুক সে,
বাবা-মেয়ে এক বিশাল দূরত্বের পাঁচিল গড়ি।।
প্রতিদিন একই নেশায় বুঁদ হয়ে থাকে যে,
নিজের আনন্দতে কোনো খামতি রাখে না।
যে মানুষটা প্রতিরাতে টলমল পায়ে বাড়ি ফেরে,
সে আর যাই হোক আমার বাবা হতে পারে না।।