পচাগলা দেহ আর চাপচাপ রক্ত
জানি না এর শেষ কোথায়, কবে
মৃতদেহের সামনে নিজেকে করি শক্ত
সিমেট্রির পশ্চিমদিকে আমাদের দ্যাখা হবে।
সূর্যাস্ত দেখে নাও শেষবারের মতো
ফেরার অপেক্ষায় দিন গোনে ঘর
হন্যে হয়ে ঘোরা হাসপাতাল আছে যত
কেউ ফেরেন সুস্থ হয়ে কেউ বা নিথর।
হানাহানির মধ্যেও বেঁচে থাকার আশ্বাস
ভেদাভেদ আজ যাক নিপাত
মানুষ পাশে থাকবে - এটাই আমার বিশ্বাস
বেঁচে থাক শতকোটি সাহায্যের হাত।
প্রতিদিন ঘরে ফিরে হুকুম করো যাকে,
আজ শুধু ডেকে যাবে পাবে না আর তাকে।।