একই কষ্ট পাওয়া প্রেমিকারা
জড়ো হয়ে মিছিলে
ব্যানারগুলো তে দাবিদাওয়া
নতুন চমক কি কিছু দিলে?
নাকি সেই বস্তাপচা
প্রেমের দুটো লাইন ,
আমি এখনও ভাল আছি
তুমি কেমন আছো সৌজন্যা আইন ?
সকালে বিকেলে ফাজলামিতে
ফিরে ফিরে তুমি আসো
ভালোমানুষির এই আমি ছেড়ে
আমার গিটারকে ভালোবাসো
নাকি ভালোবাসাটা আছে আগের মতই?
"ইউ টেক কেয়ার, আই অ্যাম ফাইন "
আমি এখনও ভালো আছি
তুমি ভালো থেকো সৌজন্যা আইন ।
আজ এসে সৌজন্যা
কাগজের নৌকাগুলোকে ভাসাও
রাতে ডুবে যেতে পারে ওরা
যেমন ডুবেছে মাঝিটার আশাও
নাকি আজ ঝড় উঠেছে?
গঙ্গা,টেমস কিংবা রাইন,
আমি অপেক্ষায় আছি তিরে ,তুমি রাত্রি নিবিড়ে,
নদীর বুক চিড়ে ফেরো আমার সৌজন্যা আইন ।
শৈশবের না কথা বলা গুলোতে
জানিনা ঝুঁকি ছিলো কত
তারা আজ খুশি V.R.S- এ,
ব্রাউন মলাটের মতো,
তবে প্রতিনিয়ত বুকের ক্ষতগুলো
গাইতে পারে প্রেমের দু-লাইন ,
আজকে বেশ রাত হয়েছে
শেষ মেট্রো টা পেলেও পেতে পারো আমার সৌজন্যা আইন ।।