পড়ে যাচ্ছি দুবেলা আমি নমাজ।
মুক্তি খুঁজে নড়বড়ে এ সমাজ
থেকে বহু দূরে গিয়ে
একসাথে মিলে মাটি খুঁড়ে নিয়ে
শ্মশান-কবরে দূরত্ব হোক কম আজ ।
তোমায় দেখিনি হল বেশ ক'মাস
ক্লেশে কাটবে বাকি আগামী ছ'মাস
হৃত গৌরব পুনোরুদ্ধার,
কামব্যাক-এতে জানান দেওয়ার
আমি,তুমি : আমরার দ্বন্দ্ব সমাস ।
আমার শরীরে জড়ানো নেই কোনো পৈতা
পড়েছি তবে পবিত্র ওই বইটা,
ওটা কিছু আলাদা তো নয়
আমার কেবল যুদ্ধ তে ভয়
হলে হতে পারে ভয়ঙ্কর রক্তক্ষয়ী তা ।
প্রেমের কবিতা পড়ে হয় না উত্যক্ত
সার্টিফিকেট বলতে সাহস আর কাঁচা রক্ত
সারা রাত ধরে চলে পাহারা
আমার শ্বেতরক্তকণিকারা
নয় তারা কোনোও ভণ্ডের ভক্ত ।
যদি পড়ো শরীরে লোহার বর্ম
বিদ্ধ করবে তোমায় নিজেয় কর্ম
তাই আমি আজ বাকিদের রেখে
ইশারা দিয়ে পাখিদের ডেকে
কালবৈশাখী তে ওড়াই মানবধর্ম ।।