কাল থেকে আর লাগবে না খরচা
দরকার নেই আমার সাহিত্যচর্চা
অসহ্য হয়ে উঠেছে এই মেন্টাল টর্চার ;
কাজ করে,লড়ে ক্লান্ত পেশিও
মিথ্যা বলাতে এক রাউন্ড বেশি ও,
ভোগান্তি দিচ্ছে এই ইনফেরিয়র রেশিও;
তরতাজা সরবত,
নিমেষে জল চিরতার
আমি ও আমার অহঙ্কার
টুকরো টুকরো কাঁচ ভেঙ্গে চুরমার ।
হেরে যাওয়া কিছু লোক
তাদের সব হারানোর শোক
পিছিয়ে পড়া চিরতরে,
ধুলোঝাড়া বইগুলোর নিচে কাদের হাত নড়ে?
মিথ্যে অজুহাত Frustration দূর করে,
তারস্বরে । তারস্বরে । তারস্বরে ।
একথা ভেবে হবে কী ?
পালটেছিল কাল কবে? কী?
বরং আমার লেখা চুরি হোক
অন্য কারো নামে কাগজে ছাপা থাক,
সে কাগজ আকাশে ঘুড়ি হোক,
ছেঁড়া জামা পড়া পোশাক
সুনাম পাক ।
কোনাকুনি ওঠা পর্বত
অভাব উপরে উঠবার ক্ষমতার
আমি ও আমার অহঙ্কার
টুকরো টুকরো কাঁচ ভেঙ্গে চুরমার ।
পুরনো বয়ান শুনে স্থিতিশীল চাপ টা,
হাড়-হিম রাতে বরফের ঝাঁপটা,
লোকানো আছে বেশ শিশু তরতাজা,
ফোঁটা ফোঁটা বৃষ্টি পশুটার খাঁচা,
পায়ে branded জুতো,
আর আজ শেষ তোমার অবাঞ্ছিত চিৎকার,
আমি ও আমার অহঙ্কার
টুকরো টুকরো কাঁচ ভেঙ্গে চুরমার ।।
## আমি ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র, সামনে পরীক্ষা , তাই নিয়মিত আসতে পারব না আসরে, ভাল থাকবেন সবাই, সৃষ্টির নেশা অব্যাহত থাক ।