আমাদের কৃষ্টিটা ভাঙাচোরা,
তাই যদি লেখাপড়া-এ ভালো না হতাম
বাবা জোর করে
করে দিত ভর্তি হাতের কাজের স্কুলে,
দূরদৃষ্টিটা আগাগোড়া
তাই ভাবি যদি জন্মাতাম মেয়ে হয়ে,
বাবা করে দিত কন্যাদান
আমার ভবিষ্যৎ-টা ভুলে,
ঈশ্বর-এর অপাত্রে দান
আমি ভাগ্যবান
আমি বাবার পুত্রসন্তান ।
আমি মেট্রোস্টেশনে ঘুরি
নিজের শরীরের পরোয়াটা না করে,
আমি এদিক-ওদিক যাই
সামাজিক ফতোয়াটা না পড়ে,
এক্সপ্রেস ট্রেনে করে অনেক দূরে যাই
ভোঁতা হাতিয়ার আমার হাতে
ক্ষতি আর লাভের চিন্তা না করে
ট্যাক্সিতে উঠি মাঝরাতে,
ঈশ্বর-এর অপাত্রে দান
আমি ভাগ্যবান
আমি বাবার পুত্রসন্তান ।।