তোমার রোজগার
আর তোমার রোজকার হুড়োহুড়িই
তোমার কাজ,
হোটেল হায়াত থেকে তাজ...
নতুন শহরের ওভারব্রিজ
আমার শরীর ঝাঁকায়,
আর রাস্তা থেকে উপরে তাকায়,
আমার দৃষ্টি সরে যায়
বড়ো গাড়ির চাকায়;

হঠাৎ তা মিলিয়ে যায়  
শত পথিকের ঝাঁকে,
পতিতা শুনতে খারাপ লাগে
তাই প্রিয়তমা অপ্সরা হয়ে থাকে ।

আজ তাই আমি ক্ষত
বিক্ষত
আমার ক্ষতরা চোখ মেলে,
নিহত,আহত,
হাসে আর লুকোচুরি খেলে,
আমি বন্দী,কার অভিসন্ধি?
বন্ধু না প্রিয়তমা?
অবসর নিচ্ছি,ভাসিয়ে দিচ্ছি
নিজে হাতে গড়া তিলোত্তমা ।।