আমি পলিটিক্স করি না
আমি কবি
আমার কবিতার ভাষা আলাদা,

আমি জিম হেন্ডরিক্স শুনি না
আমি রবি
আমি ইন্দ্রজাল, আমি ধাঁধা;

আমি ক্যালকুলাস,
আমি কঠিন
আমি ডিমের কুসুম ছাড়া সাদা,

আমার হৃদয় অ্যাপেন্ডিক্স এর
মতো, যত্ন করে
সুতো দিয়ে বাধা ।

খাতার পাতায় যারা আমার
অধীন,
মানছি তোমার লাগতে পারে কঠিন,
মানছি ওইগুলো গোলকধাঁধা ,

মানুষকে ভুল বোঝাই না,
নিইনি ঠিক বোঝাবার
দায়ভার,
আমি পলিটিক্স নই, আমি সাদা ;

বলো কোন শব্দটা
বোঝোনি?
আরেকবার সিলেবাসটা চেক করো
Rather ,

আমি পলিটিক্স করি না,
আমি লিখি
আমার কবিতার ভাষা আলাদা ।।