কবিতা আসরে রাগ অভিমান লড়াই চলছে।।এটাই হয়ত মুক্তমঞ্চ হবার পরিচয়।

তবে কিছু কথা--
১) কবিতা তে অশ্লীলতা আসতে পারে।নগ্নতা আসতে পারে।।এটাই শিল্প।।এতে বিরোধিতা কেন? সানী লিওন সিনেমা করছে আবার মাধুরীও। আপনার যার সিনেমা পছন্দ তাকে দেখবেন।।তাই বলে অন্যকে বলতে পারেন না আপনি ঠিক নন।এটা ঠিক না

২) সবার আগে কবিতা কেমন হচ্ছে তা দেখুন। আদোই কবিতা না নিছক গল্প।
   বিশয়, অশ্লীলতা পরে দেখা হবে।
সামাজিক বিশয় বা প্রেম বা কারেন্ট আফ্যার্স নিয়ে প্রচুর কবি লেখেন।আপনি একা নন।।তাই আগে কবিতা লিখুন পরে বিশয় আসবে।

৩) আপনার কবিতা ভাল লাগতে পারে অনেকের।।তার মানে নিজেকে বড় তিস মার খা ভেবে নেওয়া উচিত নয় সে আপনি প্রবীন বা নবীন যেই হন না কেন।।আরো ভাল হতে পারে আপনার কবিতা।।আরো উন্নত।।শেশ নেই তার

৪)আপনি হয়তো ১০০০ টা কবিতা প্রকাশ করে ফেলেছেন আসরে।মানছি।।।তবে লক্ষ্য করুন আপনার ১০০০ টা কবিতা  হয়তো অন্য আর এক কবির ১০০ কবিতার সমান।।সে  কবি বেশি লেখেন নি।যা লিখেছে সলিড লিখেছেন।সেই সব  সলিড কবি আছেন এই আসরে।নাম নেব না।

৫) কবিতায় তো আপনার পরিচয়।আলাদা করে কবি পরিচিতির ঢাক বাজাবেন কেন।।যার মনে হবে সে নিজে আপনার সাথে আলাপ করে নেবে।।

৫) সব কবিতা সব বয়সের জন্য না।।প্রত্যেকের চিন্তা আর লেখার ধরন আলাদা।।বিচার করার জন্য না হয় সেটা সময় কে ছেরে দিন।।আপনি শিল্পি।শুধু শিল্প সৃষ্টি করুন
     মনে রাখবেন রুপশি-বাংলা নিজের সময় কালে বড় কবিদের দাপটে জায়গা পাই নি।।সময়ের খেলা দেখুন।আজ সেই কবিতা বিশ্ব জুরে মানুশের গর্ব।।

৬) শুধু রবীন্দ্র নজরুল আর অল্প জীবনানন্দ পড়েই বাংলা কবিতার ভান্ড জানা যায় না।।। কবি শনখ,সুনীল,সুবোধ,হুমায়ুন ইত্যাদি সহ অনেক খ্যাতিহীন ভাল কবি আছেন এই কবিতার ভান্ডে।।সেটাও পড়া উচিত।।

৭) এই আসরে অনেকের কবিতা পরে বুঝা যায় যে অনেক রবীন্দ্র নজরুল পরে সে ভাবে  সে আবেশে কবিতা লিখে দিয়েছেন।।।তিনারা যে উন্নত মান লিখে গেছেন সেখানে কি পাল্লা দেওয়া যাচ্ছে?..আর নিজের ভাব প্রকাশ করতে পারলে সেটাই আসল মজা।আপনি আশা করি আধুনিক।।আর নিজের ভাব প্রকাশ করলে আপনা আপনি আধুনিক হবে আপনার কবিতা


ভাল থাকুন।সবার ভাল করুক ঈস্বর।