সকালবেলা
   সবুজপাতার ছায়ায়
বিরল কলমের দাগ
শব্দ দিয়ে লিখব না ঠাকুমা তোমায়
তুমি ইতিহাসের ছাদে হেটেছ
কখন সে গল্প রুপকথা হয়ে রাতে মিশেছে
আমার কচি ডালে
সাদা আলোয় সকাল মাখতে দেখেছি
গীতার জলে মুখ ধুতে শুনেছি
চোখ দুটি বেধেছি তাল সেগুনের ডালে
সময় যে ঘুরছে
এক মিনিটে ওষুধ হয়ে
বন্ধ হল
সাত বছরের নিথর পরিহাস
মৃত্যু ঘিরে আর এক মৃত্যুপথ
চোখে অনেক  বলা ছিল
শব্দ দেওয়া হয় নি আর
কালচক্রে  ঘুরেছে দেহের চাকা
তোমার মেশান ছায়াপথে
আমরা সবাই
সুতা ধরে ছুটে চলেছি
পাখি আজো ডাকে আগের মতই
শুধু
মেটাল ফ্রেমে বেধে আছে ঈস্বর।