তুমি যাকে ফুল ভেবে সময়ের গলায় পরাও
আমি তাকে সুকান্তের চাদ ভেবে রেখেছি
-----------

যে আমি, আমিত্বেই মিশে সার
তুমি শুধু সেখানে ব্যাঞ্জন বর্ন
---++++++


যে পথ আমার অন্ধকারে ভেসে গেছে
লুকিয়ে দেখ
চাবি খুজে পাবে
--------------



যে কলমে প্রসব বেদনা আজো লুপ্ত
সৃষ্টি সেখানে কাদছে
চোখের জল খুজে পেলে
তোমায় নিয়ে রচনা হবে