আবার গ্রাসনালির ঘুম
ভেঙেছে
কুম্ভকর্নের খিদা তার।
জামায় জমানো গ্লাস_বাটি
গ্লাসে শব্দ আর বাটিতে বর্ন,
এখন পাকস্থলির রান্নাঘরে।
তাতেও নেই পরিত্রান
গিলছে গীতাঞ্জলী রুপশি-বাংলা,
সুনিল সুবোধ পাইনি ছারা।
বদহজমে ভর্তি আবর্জনা জ্বলছে
পুড়িয়ে ফেলা রক্তের শেশ বিন্দু অবধি
জীবাস্মের ইতিহাস।
সোনার বমি কখন তুমি জন্ম নেবে?