আজকাল কবিতা আসরে শুধুই প্রচুর কবিতা পোষ্ট হয়।কিছু কবি ছারা আর কেউ আলচনা তে কেউ আলোচনা করে না।কবিতা তেও তেমন কিছু কমেন্ট নেই। খ্যাতিমান কবিদের পেজে যে কবিতা বসে পড়ব তাতেও ভাল লাগে না। খ্যাতিমান কবিদের পেজে সব কবিতা গুলি বিখ্যাত কবিতা ,বড় বড় কবিদের।এগুল তো বিদ্যালয় থেকে পড়া শুরু হয়ে যায়।নতুন কিছু নেই।।নতুন আধুনিক কবিদের কোন কবিতা নেই।যেমন সুনিল গাংগুলি।শঙ্খ ঘোষ,সুবোধ সরকার ইত্যাদি দের কবিতা নেই।অনেক অনুরোধ করি আধুনিক কবিতা চাই।আধুনিক কবিদের কবিতা তাও আপ্লোড হইয় না।কেমন যেন ইন্টারেস্ট নষ্ট হয়ে যাচ্ছে।কিছুই নেই যেন আর।।
আলোচনাটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/১০/২০১৪, ১০:৫০ মি: