শিমুল দা, মল্লিকা দি, সহ অনেক কবিরা বার বার বলে থাকেন যে এই আসরে কবিতা পড়ুন।আলচনায় অংশ নেবেন।কিন্তু এখানে মুষ্টিমেয় কিছু কবি ছারা বাকিরা তো হাজিরার খাতায় নাম লেখাতে আসেন।নিযের কবিতা টা প্রকাশ করা ছারা আর কাজ নেই। সবাই খুব ব্যাস্ত কিনা।যারা কবিতা নিয়মিত পড়েন আর কমেন্ট করেন তাদের তো অফুরন্ত সময়, তাই কি???? আলচনা তে কত গুরুত্বপুর্ন আলোচনা দেন কবিরা।প্রত্যেক টা বিশয় নিয়ে ঠিক মত আলচনা করলে কত উপকার হবে আমাদের প্রত্যেকের।।কিছুই নেই।মাত্র কয়েকজন হাতে গোনা কবিরা থাকেন।।কি মনে করে যে সবাই হাজিরা দিতে আসেন কে যানে...কত কত সদস্য এই সাইটের।।যে কোন কবির পেজে যান বা আলচনা তে যান মাত্র কয়েকটা করে মন্তব্য।তার মধ্যেও কিছু মন্তব্য আবার ফর্মালিটি।এক-দুই শব্দের।চলুন এটাও মেনে নিলাম যে সব কবিতায় মন্তব্য দিতে প্রান চায় না।।আলচনাগুলতে তে তো  আলচনায় অংশ গ্রহন করা উচিত।তাও নেই।কি যে হচ্ছে।  



        ( কিছু টাইপিং মিস্টেক থেকে বানান ভুল আছে,। আগের থেকে ক্ষমা চাইছি।}