কত চঞ্চল ঝুরি নেমেছে তোমার কাঁধে,
আগলে রেখেছ দুহাত ভরে।
বৃদ্ধ তবুও ব্যার্থ নও;
কত শত ইতিহাসের সাক্ষী।
ইংরেজের গুলিতে শহীদ
সেই, অখ্যাত বিপ্লবী বন্ধু।
কেউ না হোক, তুমি দেখেছ
পাতার মাঝে আটকে রেখেছ, তার নাম।
গলির বুকে ক্ষুধার্ত নরপিশাচ
কেরেছে গোলাপের শেষ আব্রুটুকু;
সা্ক্ষী ছিলে শুকনো চোখের জলে।
ক্লান্ত যুবক ভাতের জ্বালায়
ঝুলেছিল তোমার ডালে;
সেদিনো ঝরের ঝাপটা
লেগেছে তোমার প্রাণে ।
আমি তোমারই মতন
সময়-চক্রে ঝুরির জালে জরিয়ে গেছি।
সাক্ষী কত নির্মম বসন্তের,
কত ফুল শরতের।
দাঁড়িয়ে আছি কাল-চক্রের কাঁটায়;
দিন ফুরলেই, ক্লান্তি বিছিয়ে দেব
সাদা চাদরের খাতায়।
-