সাদা-কালো পত্রে
বিষন্নতায় লেখা
ফুলের আহুতি।
সামাজিক বিষে
পুড়ছে যৌবন।
রক্তাক্ত লেলিহান শিখায়
উষ্ন করুন মুখ;
পৈশাচিক ক্ষুধার গ্রাস।
ভিত রজনীগন্ধা
আজ কন্টকাব্রিত।
কোন হিমালয়ে লুকিয়ে
ওদের মুক্তির আলো??
( বাড়তে চলা ধর্শন এর প্রতিবাদ আজ কবিতায়)