মাননীয় কবি হাসান ইমতি লেখা বেশ কিছু কবিতা আরোহি, অবরোহি , দ্বিরোহি , সমারোহি এক্টা ট্রেন্ড। পড়ে কবি সৌমিতা, কবি শুন্য বেশ কিছু এই রুপ কবিতা উপহার দিয়েছেন। কবি শহীদূল হক, কবি রিক্তা, কবি পলক রহমান, পলক দা অনেক গুলো দেশাত্ব বোধক পিরামিড কবিতা।। এই ট্রেন্ড নিয়ে কবিতা পড়ে বেশ কিছুদিন ঘাটাঘাটি করিলাম।
যেটা জানা গেল যে, ৬০এর দশকে এই ট্রেন্ড শুরু করেছেলেন
বেশ কিছু কবি।। এগুলি কে বলে মাত্রা-ব্রিত্তির খেলা। সেই কবিতা গুলিতে অনেক ধরন ছিল আরোহী,দ্বীরোহি, অবরোহী, তালা টাইপ, চাবি টাইপ, তাল গাছ ধরন, ইত্যাদি।।নতুন ঐ ট্রেন্ড রিমিস্ক ভাবে শুরু করা একটা নতুন দিক।।সত্যি অনবদ্য।
** ২ইয় ----শিমুল দত্ত এর 'ম' নিয়ে লেখা কবিতা।
এগুলিকে বলে অনুপ্রাস। এই অনুপ্রাসের ব্যাবহার ছিল পুরানো যুগে।।পুরোটা এইরকম নহে।। বেশ খানিক ব্যাবহার ছিল । একটি বর্ন নিয়ে অনেক শব্দের প্রোয়গ। সেই কবিতা গুলির রিমিক্স ভাবে শুরু করা বেশ ভাল একটা চেষ্টা।।
এই প্রয়াস সত্যি খুব ভাল দিক।।আসশা করি কবিতার আরো দিক খুলবে