এ (০১)
রাত (০২)
মেখেছে (০৩)
নিস্তব্ধতা। (০৪)
জ্যোত্স্না রঙ্গে, (০৫)
হলুদ হরিন (০৬)
আগাছাময় (০৫)
উদাসিন; (০৪)
বঞ্চিত (০৩)
ক্ষেত (০২)
এ। (০১)
( এই দ্বিরোহী এর কিছু বিশেষ বৈশিষ্ট হলো-
* উপর থেকে নিচে একরকম কবিতার মানে এবং নিচে থেকে উপরে মানে টা পরিবর্তন সামান্য।
* উপর থেকে নিচে পড়লে আরোহি এবং অবরোহি তে আলাদা দুটো চরিত্র আছে। )
অনুপ্রেরনা--হাসান ইমতি