নিভন্ত উনোন ভরা
   রক্তমাখা জ্বালানী।
ওদের কাছে বর্ষা শুধুই সুকান্তের চাঁদ;
কবিতায় লুকিয়ে থাকে।
মারন-ফন্দি আটছে কেবল
বর্ষা মেরে,
প্রায়শ্চিত্তের অভিলাশ।




   ( বর্ষা নিয়ে কবিরা কত রোমান্টিক হইয়ে পরি।।কত ভাবুক হইয়ে পরে।কিন্তু বস্তিতে থাকা লোক্গুলির কাছে বর্ষা বিভীশিকাময়।তাদের কাছে বর্ষা নিয়ে......)