এক বা দুই লাইনের কবিতা গুলি বাংলা সাহিত্যের অনবদ্য স্রিসটী।।মাত্র এক বা অনধিক দুই লাইনের মধ্যে এক বিশাল কথা বলে ফেলা কি সুন্দর।নতুন যুগে এই ধরনের লেখার ট্রেন্ড বাড়ছে।
উদাহরন স্বরূপ--- জনইক কবির লেখা একটি কবিতা
'' আগুন কি দীর্ঘ পথ অনাব্রীত
রেখে যায় শোকের শরীর''
মাত্র দুই লাইনে কত বড় একটা ভাবনার প্রকাশ।।এই রকম অনুকবিতা নিয়ে আজকাল বেশ চর্চা হচ্ছে বাংলা সাহিত্যে।। বেশ কিছু ভাল এই ধরনের কবিতা নিয়ে বই বের হচ্ছে বাজারে।।
kobitapakkhik publication এর একটি এই ধরনের বই পড়লাম কিছুদিন আগে।।কবি মাত্র ''এক লাইন'' এর কবিতা লিখেছেন। তার গুনমান অনেক।।এক লাইনেও যে স্রিসটি হইয় সেই বই থেকে প্রথম জানতে পারি।।পরে আরো এই ধরনে কিছু লেখা পরলাম অন্য কবিদের।।খুব ভাল লাগছে এই রূপ ট্রেন্ড।