কোকিলের স্বর চাতকের কন্ঠে ঘুরে আসে বারবার।
ওরা শুধুই ঘড়ির কাঁটা
ঘুরে যায় নিঃশব্দে ।
সময়ের সাথে নেই ওদের লড়াই
শুধু সময় টাকে পুড়িয়ে খাবার
স্বপ্ন আছে মাত্র ।
( রাস্তার ধারের গরিব মানুষ গুলি যাদের সময় বদলায়, সরকার বদলায় কিন্তু অবস্থা বদলায় না। ওরা বঞ্চিত নিরন্তর।।এই কবিতা তাদের শ্রদ্ধা যানিয়ে)