ভুল শহর ভুল রাস্তার শেষে
             আলোর ঠিকানা।
ভেসে গেলে ধুয়ে যাবে ব্যারথতা
শব্দহীন  কর্কশ চিৎকার
গাইবে শাস্ত্রীয় স্ংগীত।
নতুন আলোয় তৈরি হবে
হীরের চাবি;
খুলে যাবে স্বপ্ন দেখার পথ।


( মাননীয়  কবি তারাপদ স্মরনে )