(করোনার জন্য শহীদ ডা. মঈনউদ্দিন স্মরণে)
সহস্র সালাম জানাই
শহীদ ডা. মঈনউদ্দিন,
লাল সবুজের বাংলাদেশ
কি করে শোধিবে তোমার ঋণ?
তোমার মৃত্যু নেই
তুমি যে হৃদয়ে অমর,
তোমা বিনা রোধিব কি করে
এ ‘করোনা’ সমর?
তবু তোমারে মনোমন্দিরে রেখে
চালিয়ে যাব ভবের খেলা,
করোনা পরাজিত হবে
কেটে যাবে ধ্বংসের বেলা।
ধন্য তুমি মানুষের সেবায়
দিয়েছ তোমার প্রাণ,
সৃষ্টিকর্তাকে ধরায় এনেছ
এ যে তোমারই বলিদান।
১৬.৪.২০