ঝুঁকি নিয়ে শ্রমিক ভাইরা
আসছেন আবার ঢাকা,
দিন রাত পরিশ্রম করে
ঘুরাবে অর্থনীতির চাকা।

তাদের রক্ষার্থে কর্তৃপক্ষ
গ্রহণ করবে ব্যবস্থা,
তবেই শ্রমিক ভাইদের
বাড়বে কাজের আস্থা।
২৭.৪.২০