পরতে হবে মাস্ক আমাদের সদা সর্বদাই,
দ্রুত বদলাছে করোনাভাইরাসের ধরন,
এটা মোদের দেশে মানুষ মৃত্যুর কারণ।
কোনও গুজবে দেবো না আমরা কান,
স্বাস্থ্যবিধি পালন করে বাঁচাবো নিজ মান।
পরতে হবে মাস্ক আমাদের সদা সর্বদাই,
ইহাই এখন আসল টিকা মোরা বলে যাই।
দরজা ও জানালা এখন খুলে রাখা চাই,
এসি-লিফট বন্ধ রাখার বিকল্প যে নাই।
কোভিড যদি হয়ে যায় বলো কোথা যাই?
হাসপাতালে কোন বেড যে খালি নাই?
নেই অক্সিজেন, নেই কোন সেবা দাতা,
টিকাই দেখাবে পথ হয়ে মোদের ত্রাতা।
করোনার সাথে নিজেকে হবে বদলাতে,
চিকিৎসকের পরামর্শ মত হবে চলতে।
-স্বপন রোজারিও (মাইকেল), 24.04.21