করোনাভাইরাস মহামারীরূপ নিয়েছে,
চীন থেকে ইতালি, পরে মহাবিশ্বে
বাংলাদেশও এর থাবা থেকে বাদ যায়নি।
হাজার হাজার মানবের প্রাণহানি,
বিশ্ব যেন এক জনশুণ্য মৃত্যুপুরী।
করোনাভাইরাস কি আমাদের পরিত্রান দিবে না?
আমরা কি পারবো এ ভাইরাস থেকে অবমুক্ত হতে?
প্রতি ১০০ বছরে এ মহাবিশ্বে একবার করে
দুর্যোগ এসেছে,
কিন্তু এ বিশ্ববাসী তা মোকাবেলা করেছে।
চীনও ভাইরাস মোকাবেলা করেছে
আমরাও পারবো,
তবে সচেতনতা দরকার।