হয়ে গেল ঢাকা শহরে বড় একটি ভোট,
হৃদয়ের মধ্যে খেলাম বড় একটা চোট।
ভোটের মাঠে ভোটারের কম আনাগোনা,
টক শোর টকারদের এনেছে মুন্সিয়ানা।
ভোটারদের কম আসার প্রকৃত কারণ,
নির্ধারণে করতে হবে বিরাট এক গবেষণ।
তবে যাই হোক ভাই, বলি মোদ্দা কথা,
ভোট দিতে যেতে হবে ভুলে সব ব্যথা।
গণতন্ত্রের সাথে ভোটের আছে সংযুক্ততা,
তা না হলে গণতন্ত্রের কোথায় স্বার্থকতা?