বঙ্গবন্ধুকে নিয়ে যখন ভাবি
বুকটা তখন সাহসে ভরে যায়,
এই সাহসের উৎসই একমাত্র বঙ্গবন্ধু।
আমরা কি কখনো ভেবেছি
আমাদের এই দেশে একজন বিশ^নেতা জন্মিবে
যার নাম বঙ্গবন্ধু?
আমরা কি কখনো ভেবেছি
এই বঙ্গবন্ধু একদিন বাংলাদেশ আনবে?
বিশে^র দরবারে বাংলাদেশকে পরিচয় করাবে?
কিন্তু এই মহান নেতাকে হত্যা করে
আমরা যে অকৃতজ্ঞ জাতি হলাম বিশে^?
১৭.০৩.২০